প্লেস অফ অকারেন্স বা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে জায়গায় তাঁদের মেয়ের সঙ্গে নির্মম অত্যাচার হয়েছে, সেই জায়গাটা একেবার সরেজমিনে দেখতে চান অভয়ার পরিবার।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবার পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজী আবেদন জানান, ‘হাসপাতালের যে জায়গায় তাঁদের মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই জায়গাটা একবার তাঁরা ঘুরে দেখতে চান । মহামান্য আদালত, যেন সেই অনুমতি দেন।’
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
আরজিকর কাণ্ডে অন্তর্বর্তীকালীন রায়ে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত । কিন্তু দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া এই মামলার সিবিআই তদন্তে খুশি নন অভয়ার পরিবার। সিবিআই যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে তাঁদের অভিযোগ।