অপরাধীদের প্রত্যেককে খুঁজে বের করে, বেছে বেছে জবাব দেয়া হবে। পাহেলগাঁও কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে হুংকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার অমিত শাহ বলেন, ‘কাশ্মীরে যে সন্ত্রাসবাদ চলছে, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জিরো টলারেন্স রয়েছে । আমরা জোরদার লড়াই লড়েছি, ওরা যেন ভেবে না নেয়, ২৭ জনের প্রাণ নিয়ে ওরা জিতে গেছে।’
‘যারা আতঙ্ক ছড়াচ্ছেন, তাদের বলতে চাই, লড়াই শেষ হয়নি। প্রত্যেকটি ব্যক্তিকে বেছে বেছে জবাব দেয়া হবে । পাহেলগাঁও কাণ্ডে যুক্তদের কাউকে ছাড়া হবে না।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে দেশের তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন । তারপরই পাহেলগাঁও নিয়ে এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুংকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতদিন না দেশ সন্ত্রাসবাদী মুক্ত হচ্ছে, ততদিন আমাদের লড়াই জারি থাকবে।’
২২ এপ্রিল পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় রক্তাক্ত হয় ভূস্বর্গ। মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৭ জন সাধারণ মানুষ।