‘অপারেশন সিঁন্দুর।’ পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে মঙ্গলবার মাঝরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে বিবৃতি দেয় ভারত। এ নিয়ে দেশে-বিদেশে প্রতিক্রিয়ার ঝড় ওঠে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর এক্স হ্যান্ডেল এ লিখেছেন, ‘সন্ত্রাসবাদীদের প্রতি কোন সহনশীলতা দেখানো হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিঁন্দুরের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভারতের মানুষের ওপর যেকোনো আক্রমণের জবাব দিতে, মোদি সরকার দৃঢ়প্রতীজ্ঞ।’
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারত মাতা কি জয়।’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘অপারেশন সিন্দুর’ এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘এ সময় জাতীয় ঐক্য বজায় রাখা প্রয়োজন।’
বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনীর জন্য গর্ব হচ্ছে। জয় হিন্দ।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অপারেশন সিন্দুরকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া।’
অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিঁন্দুরের প্রতিক্রিয়ায় জানান, ‘এটা লজ্জার ঘটনা । আমি চাই দ্রুত এই সংঘাত শেষ হোক।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি বিবৃতি দিয়ে জানান, ‘শত্রুরা পাকিস্তানের ভিতরে পাঁচটি জায়গায় কাপুরুষাচিত আক্রমণ চালিয়েছে। এর জবাব দেওয়া হবে।’
২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের প্রাণ যায়।