অপারেশন সিঁন্দুর পরবর্তী ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশে টানটান উত্তেজনা মধ্যে যখন সব রাজনৈতিক দল জাতীয় ঐক্যের কথা বলছেন, তখন উস্কানি ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে।
দুবে বলেন, ‘তথ্য সম্প্রচার মন্ত্রককে অনুরোধ করব, ভারতের পাকিস্তান মানসিকতার সমস্ত সমাজ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হোক।’
বৃহস্পতিবার নিশিকান্ত দুবে তাঁর এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখেন, ‘এটা যুদ্ধের সময় । এখন বাক স্বাধীনতা স্থগিত রাখা উচিত। সমাজ মাধ্যম, ইউটিউবে পাকিস্তান মানসিকতার মানুষদের বন্ধ করা উচিত । আন্তর্জাতিক বিষয় নিয়ে তাঁরা ছেলে খেলা করছেন।’
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন মানুষের প্রাণ যায়। তারপর থেকে আরএসএস, বিজেপি ও তাদের বিভিন্ন সংগঠন সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার শুরু করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে এই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার কথা বলেন, তখন তারই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, সাংসদ নিশিকান্ত দুবে সেই সমাজ মাধ্যমেই উস্কানিমূলক বক্তব্য রাখতে ব্যস্ত হয়ে পড়েন।