ভারতীয় সেনাবাহিনী, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার গভীররাতে পাকিস্তানের বিরুদ্ধে অ-উত্তেজনা মূলক সিঁন্দুর নামে এই অভিযান, সুনির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত ছিল।পাকিস্তানের কোন সামরিক ঘাঁটি লক্ষ্য করে করা হয়নি বলে, ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিকের মৃত্যু হয়। প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার গভীর রাতে মিসাইল হামলা চালায় ।
সিঁদুর, ভারতীয় নারীর সৌভাগ্য সম্মান ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় । সেই সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতে এই প্রত্যাঘাত। যদিও ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে, আন্তর্জাতিক মহল।