অপারেশন সিঁন্দুরের সাফল্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে, ট্রোলের শিকার হলেন, পাক বংশোদ্ভুত সংগীতশিল্পী আদনান সামি ।
দুদিন আগে এক্স হ্যান্ডেলে অপারেশন সিঁন্দুরের লোগো ব্যবহার করে আদনান সামি লেখেন, ‘জয় হিন্দ।’ তারপর দিন অপারেশন সিঁন্দুর হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি পোস্ট করেন সামি। ছবিতে লেখা ‘সিঁন্দুর সে তন্দুর তক।’
এই পোষ্টের কমেন্টে একজন লেখেন, ‘এই টুইট করে তুমি আরএসএসের থেকে বাঁচতে চাইছো ‘ ? এই মন্তব্যে রেগে গিয়ে আদনান সামি উত্তরে লেখেন, ‘তুমি আরএসএসকে ভুলে গিয়ে নিজের অ্যা*কে বাঁচাও।’
উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। একজন লিখেছেন, ‘আমরা তোমাকে ছিঁড়ে ফেলবো।’ এর পাল্টা একটি সবুজ সুতোর বান্ডিলে লাগানো সুচের ছবি দিয়ে সামি লেখেন,’ ‘তাদের এটি উপহার দেব।’
অপারেশন সিন্দুরের আগে অনেকেই সামিকে জিজ্ঞেস করেছিলেন , ‘যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে, আপনি কোথায় থাকবেন ?’ উত্তরে সামি লেখেন, ‘আমেরিকায় থেকে এত বিচারপ্রবণ এবং ছদ্ম দেশপ্রেমিক হওয়ার থেকে এটা ভালো । আমি ভারতে অত্যন্ত খুশি।’
আদনান সামির জন্ম বৃটেনে । তাঁর বাবা একজন পাকিস্তানি এবং মা জম্মুর মেয়ে । ২০০১ সালে তিনি ভারতে এসে থাকতে শুরু করেন। এরপর সামি তাঁর পাকিস্তান ও কানাডার নাগরিকত্ব ত্যাগ করে ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন।