পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী ভারতের প্রত্যাঘাতে বেসামাল পাকিস্তান, বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনুদান চেয়ে আবেদন করেছে বলে সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে । যদিও পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রক দাবি করেছে, তারা এমন কোন পোস্ট করেনি। এটি ভুয়ো । তাদের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। পরে ওই পোস্ট প্রত্যাহার করে নেয়
পাকিস্তান।

শুক্রবার সকালে করা ওই পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায় । এক্স হ্যান্ডেলের ওই পোস্টে লেখা হয়েছে,’ ‘শত্রুপক্ষের আক্রমণের মুখে পড়ে পাকিস্তান সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে । এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের কাছে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে।’

ঋণে ডুবে থাকা পাকিস্তান, বিশ্বের অন্যতম ঋণগ্রস্থ দেশ । আন্তর্জাতিক অর্থ ভান্ডারের তথ্য অনুযায়ী, তাদের কাছে পাকিস্তানের ঋণ পরিমাণ ৮.৮ মিলিয়ন ডলার । এবার তারা আইএমএফের কাছে ১.৩ বিলিয়ন ডলার ধার চেয়েছে। শনিবার এবিষয়ে বৈঠক হওয়ার কথা।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ যায়। এরপরই পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত রকম সম্পর্ক তলানিতে ঠেকে। ভারতের অপারেশন সিঁন্দুরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ও ১০০ জন জঙ্গি নিকেশ করা হয়েছে বলে জানান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তিনি আরও জানান, অভিযান এখনও চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here