শিয়ালদা, ধর্মতলা নয় পুলিশের তৎপরতা এড়িয়ে বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন প্রতিবাদে অংশ নিলেন চাকরিহারা শিক্ষক আন্দোলনকারীরা । আচমকা এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে আন্দোলনকারীদের ট্রেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে।
হকের চাকরি ফেরানোর দাবিতে শুক্রবার শিয়ালদা থেকে মিছিল করবেন বলে ঘোষণা করেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সেই মিছিল শুরুর আগেই শিয়ালদা ও ধর্মতলা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
শুক্রবার সকাল থেকেই শিয়ালদা চত্বরের দখল নিয়ে নেয় ডিসি বিদিশা কালিতার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । ভিড় থেকে খুঁজে খুঁজে বের করে ৯ জনকে প্রিয়জন মেনে তোলা হয়। যদিও এঁদের কেউ কেউ সাধারণ নাগরিক। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কোন সম্পর্ক নেই বলে অভিযোগ ।
চাকরিহারা যোগ্য শিক্ষকদের দাবি, ‘পুলিশ ভয় পেয়ে জমায়েত শুরুর আগে গ্রেপ্তার অভিযানে নেমেছে ।’ শিক্ষক প্রতিনিধিদের দাবি, ‘কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি ও সহযোগিতা চেয়ে বৃহস্পতিবার একটি আবেদন করা হয়েছিল । সেখানে তাঁরা লিখেছিলেন, সকাল ১১ টায় একটি মিছিল বার করে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত করবেন। সেখানে থেকে তাঁদের একটি প্রতিনিধি দল, নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দেবেন।’

কিন্তু পুলিশের পক্ষে মাইকিং করে বলা হয় কোন জমায়েত করা যাবে না । চাকরিহারা শিক্ষকরা কলকাতার ডরিনা ক্রসিং, ধর্মতলা, মেট্রো স্টেশন যে কোন জায়গায় জমায়েত করতে পারেন আশঙ্কা করে, পুলিশ ব্যাপক তৎপরতা বাড়ায়।
আন্দোলনকারীদের নবান্ন থেকে দূরে রাখতে পুলিশের তরফে সব রকম ব্যবস্থা নেয়।