জলের সঙ্গে জীবনের সম্পর্ক নতুন করে বলার কিছু নেই । জল বিনে প্রাণ বাঁচে না । জল ই জীবনের পরম বন্ধু । শেষ বেলায় মানুষ, মৃত্যুর মূহুর্তে প্রিয়জনের হাত থেকে কয়েক ফোঁটা জল প্রত্যাশা করেন । সেই জলের বিশাল আধার, পৃথিবীর সমুদ্র। আজ সমুদ্র দিবস। আট জুন, রোববার।

    সৌজন্যে নাসা আর্থ

 

সমুদ্র আমাদের পৃথিবীর প্রাণ ধারণের জন্য প্রধান উপাদানগুলো সরবরাহ করে। বিশ্বব্যাপী- সমুদ্র, একটিমাত্র জলবায়ু ব্যবস্থা নিয়ন্ত্রণ করে । যেটি বিশ্বের বৃহত্তম একটি বাস্তু তন্ত্র । যেখানে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণ বসবাস করে। এবং সমুদ্রে অপব্যবহৃত হয়ে পড়ে রয়েছে এমন অনেক কিছুই- যা, এখনো বৈজ্ঞানিক আবিষ্কারের অপেক্ষায় আছে।

ছবি, সৌজন্যে নাসা আর্থ

 

জেনে রাখা ভালো, নাসার PACE স্যাটেলাইট সমুদ্রের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবন এবং বাতাসের কণা সম্পর্কে বিশ্বব্যাপী তথ্য সরবরাহ করে।

ছবি, সৌজন্যে নাসা আর্থ

 

সমুদ্র, পৃথিবীর প্রায় ৭০ অংশ জুড়ে রয়েছে এবং সমুদ্রের ৯৭ শতাংশ জল । শুধু জল। মহাকাশ, বায়ু এবং সমুদ্র থেকে নাসার মিশনগুলোর গবেষণা লব্ধ জ্ঞান বুঝতে সাহায্য করে যে, পৃথিবীর সমুদ্র জীবন ধারণের বৈচিত্রকে সমর্থন করে। এবং তার সবকিছুকে প্রভাবিত করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here