রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমাত্রিক সৃষ্টিতে মানুষের আবেগ অনুভূতি এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে, প্রেমে-অপ্রেমে, দুঃখ -শোকে- আনন্দে, রাগে -বিদ্বেষে আজও তার সৃষ্টিকে আশ্রয় করে মানুষ বেঁচে থাকার প্রেরণা পায়। তাই মৃত্যুর এতো বছর পরও বাংলার শিল্প-সাহিত্য -সংস্কৃতিতে, আপামর বাঙালির মননে রবীন্দ্রনাথ স্বমহিমায় উজ্জ্বল।

 

শুধু বাংলা বাঙালি নয়, বিশ্বের দরবারে আজও তিনি বিশেষভাবে আলোচিত একটি নাম। বিশ্বজুড়ে পালিত হচ্ছে, বিশ্বচিন্তক রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন।

 

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো আজ শান্তিনিকেতন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে পাঁচটা থেকে কবি প্রণামের মধ্য দিয়ে শুরু হয়, রবি ঠাকুরের জন্ম উৎসব অনুষ্ঠান।

 

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবিগুরুর গান গল্প কবিতা নৃত্য নাটক মঞ্চায়নের মাধ্যমে তারই সৃষ্টির ডালি দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়।

 

১৮ ৮৬ সালের ৯ মে, বাংলায় ২৫ শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here