পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। দুই দেশের সীমান্ত এলাকায় গোলাগুলি বিনিময় চলছে। দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতির আবহ তৈরি হয়েছে । বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারি সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি ভারতের জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই । দেশে পর্যাপ্ত অত্যাবশ্যকীয় পণ্য মজুত রয়েছে।’
শুক্রবার কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ জোশি ভারতীয় নাগরিকদের বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়ে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখেন, ‘দেশে খাদ্য মজুত সম্পর্কিত গুজবে বিশ্বাস করবেন না । আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা বা নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীদের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে। মজুতদারি বা মজুতদারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’
কেন্দ্রীয় মন্ত্রী জোশি আরও লেখেন, ‘আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, বর্তমানে আমাদের কাছে চাহিদার তুলনায় বহুগুণ বেশি মজুত রয়েছে, চাল, ডাল, গম, ছোলা, মাসকলাই ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য শস্য। নাগরিকদের আতঙ্কিত হয়ে বাজারে খাদ্যবস্তু কিনতে না যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।’