পুঁজিপতিদের বাজার দখল নেওয়ার যুদ্ধে আদানির স্বার্থ রক্ষায় ইজরায়েলকে মদত দিচ্ছে মোদি, অভিযোগ বামপন্থীদের । আদানি গোষ্ঠী ইজরায়েলের সঙ্গে একাধিক বাণিজ্যিক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে । হায়দ্রাবাদে আদানি ইজরায়েল যৌথ মালিকানার সংস্থা রয়েছে । বামপন্থীদের দাবি, ইজরায়েলকে, ভারতের অস্ত্র সরবরাহ করা বন্ধ করতে হবে।

 

ভারত বরাবর ইজরায়েলের দখলদারির বিরুদ্ধে থেকেছে। অথচ আজ নরেন্দ্র মোদি সরকার গাজা সংঘর্ষ বিরতির প্রশ্নে- ভোট দানে বিরত থেকে, ইজরায়েলের আগ্রাসনের পক্ষে দাঁড়িয়েছে।

সভায় এম এ বেবি, ছবি সংগৃহীত

মঙ্গলবার, দিল্লির যন্তর মন্তরে প্যালেস্তায়েন সংহতি সভায় ইজরায়েলকে যুদ্ধে মদত দেওয়া বন্ধ করা এবং ভারতের স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলার দাবি তোলেন, বামপন্থীরা।

 

এদিন প্যালেস্তায়েন সংহতিতে দেশজুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় সিপিআইএম, সিপিআই, সি পি আই এম এল, ফরওয়ার্ড ব্লক আরএসপি ও বিভিন্ন বামপন্থী সংগঠন।

 

দিল্লির যন্তর মন্তরের সভায় সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, ‘বিশ্বে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত ইজরায়েল। গাজায় তারা এখন গণহত্যা চালাচ্ছে। বিনা প্ররোচনায় প্রতিবেশী দেশ ইরানের ওপর হামলা করছে। আর সেই ইজরায়েলকে মদত দিচ্ছে ভারতের মোদি সরকার । আমরা এর প্রতিবাদ করছি।’

 

ইতিহাস থেকে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের বিদেশ নীতির কথা তুলে ধরে এম এ বেবি বলেন, ‘ইরানে ইজরায়েল হামলার ফলে আন্তর্জাতিক বাজারে ৭ শতাংশ জ্বালানির দাম বেড়ে গিয়েছে। বামপন্থীরা বরাবরের মতো প্যালেস্তানিয়দের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সংহতি জানাচ্ছে।’

 

যন্তর মন্তরে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা। সি পি আই এম এল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ ।

 

আজ কলকাতার সম্রাজ্যবাদ মিছিলের নেতৃত্ব দেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু হো চি মিন সরনি থেকে তাঁরা মিছিল করে এগোতে থাকলে, পার্ক স্ট্রিটের কাছে রাজ্য সরকারের পুলিশ তাদের আটকে দেয় বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here