২১ মে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে ভারতের চা সংস্কৃতি ও তার আর্থ সামাজিক অবদান তুলে ধরে, তরুণ প্রজন্ম সহ সব বয়সের মানুষের মধ্যে চায়ের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে আকর্ষণীয় কর্মসূচি নিয়েছে, টি বোর্ড অফ ইন্ডিয়া।

 

রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার ঘোষিত- এ বছরের আন্তর্জাতিক চা দিবসের থিম, ‘টি ফর বেটার লাইভস’।

 

বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে চায়ের উপকারিতা নিয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ‘ভালো জীবনের জন্য চা’ প্রচারের জন্য একটি বিশেষ ইন্ডিয়া টি ব্র্যান্ডের ভ্রাম্যমান ভ্যান শহরে ঘুরে বেড়াচ্ছে। আকর্ষণীয় কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় নাগরিকদের সামিল করে চায়ের উপকারিতা বোঝানোর সঙ্গে বিনামূল্যে টি শার্ট, টুপি, মূল্যবান চায়ের নমুনা বিতরণ করা হচ্ছে।

 

কলকাতার মিলেনিয়াম পার্কের মূল অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা পদযাত্রা করা হয় । পদযাত্রায় অংশগ্রহণকারীদের একটি বিশেষ ইন্ডিয়ার টি-কিট উপহার দেওয়া হয়।

 

ভারতের চা সংস্কৃতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের চায়ের সুনাম বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে টি বোর্ড অফ ইন্ডিয়া এই উদ্যোগ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here