Oplus_0

ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের মর্যাদা কমিয়ে দিল রাষ্ট্রসংঘ। তাদের শাখা সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউ্ম্যান রাইটস ইনস্টিটিউশন( জিএএনএইচআরআই) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের মর্যাদা কমিয়ে দিয়েছে। স্বাধীনতার পর এই ঘটনা এই প্রথম।

 

‘এ’ গ্রেড থেকে নামিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বি’ গ্রেডে স্থান দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের মর্যাদা ধাক্কা খেল।

 

গত মার্চ মাসে জি এ এন এইচ আর আই এর ৪৫ তম সম্মেলন হয়। সেই সম্মেলনেই ভারতের মর্যাদা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ওই সংগঠন। তাদের অভিযোগ, ক্ষমতা থাকা সত্ত্বেও তারা বহু বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। এর পাশাপাশি তারা বিরুদ্ধে স্বর দমন করার ক্ষেত্রেও কোনও ভূমিকা পালন করেনি।

 

তাদের আরও বক্তব্য, ‘ভারতের বহু মানবাধিকা কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলছে । ক্ষমতা থাকা সত্ত্বেও মানবাধিকার কমিশন এই সব ক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি।’

 

এদিকে রাষ্ট্রসংঘের শাখা সংগঠনের এই রিপোর্ট সামনে আসার পর বিরোধীরা তীব্র সমালোচনা করেছে মোদী সরকারের। তারা বলছে, এতদিন সরকারের বিরুদ্ধে তারা যে সব অভিযোগ করতেন, সেই অভিযোগগুলিকেই মান্যতা দিল রাষ্ট্রসংঘের শাখা সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here