আদালতের রায় মানলে, চাকরি ফেরানো অসম্ভব। তাই চাকরি ফেরতের দাবিতে আন্দোলন না করে, পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত বলে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পরামর্শ দিলেন, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
শনিবার সকালে বিকাশভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের ১০ জনের একটি প্রতিনিধিদল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দেখা করে জানতে চান, সুপ্রিমকোর্টের রায়ে বাতিল হয়ে যাওয়া চাকরি তাঁরা ফিরে পেতে পারেন কিনা ? উত্তরে বিকাশ রঞ্জন তাঁদের জানান, ‘এভাবে চাকরি ফিরে পাওয়ার কোন আশা নেই । পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে।’
বিকাশ রঞ্জন এদিন বলেন, ‘ওঁদের ভুল বোঝানো হয়েছিল, কাজ ফিরে পেতে পারেন। আইনত ওঁদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই । এটাই আমি ওঁদের স্পষ্ট করে বললাম।’
বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর ক্ষুরধার সওয়াল জবাবে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ ও সরকারের ভূমিকা প্রকাশ্যে আনেন। তৃণমূল কংগ্রেসের মহাসচিব, রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। আরও অনেক নেতা, পদাধিকারী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জেলে গিয়েছেন অথবা জেলের বাইরে রয়েছেন। বৃহত্তর এই দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করে দেন। এর ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী । আর এজন্য তৃণমূল কংগ্রেস সরকার ও তৃণমূল দল পিঠ বাঁচাতে বারবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর কুৎসিত আক্রমণ নামিয়ে এনেছে।