বর্ষার শুরুতেই প্রচুর ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। শনিবার, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের কয়েক হাজার মৎস্যজীবী প্রায় তিন হাজার ট্রলার নিয়ে সমুদ্রের রূপালী শস্য, ইলিশ মাছ ধরতে গভীর সমুদ্রে যান। সোমবার ২৫ – ৩০ টা ট্রলার ইলিশ নিয়ে ঘাটে ফেরে । ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশি বেশি ধরা পড়েছে । প্রতিটি ট্রলারে এক টন মতো ইলিশ আছে ।

এই সমস্ত ইলিশ বিভিন্ন ঘাটের পাইকারি বাজারে নিলাম হয়ে অন্য জেলার স্থানীয় বাজারে পৌঁছে যাবে মঙ্গলবার, বুধবার। কল্যাণী বাজারের মৎস্য ব্যবসায়ী তারক দাস জানাচ্ছেন, ‘যা ইলিশ ধরা পড়েছে তা প্রয়োজনের তুলনায় কিছুই নয়, আমাদের এখানে কবে পৌঁছবে কে জানে ?’ বাজারে কোল্ড স্টোরেজের ইলিশ দু’একজন বিক্রি করছেন, কেজি ৮০০ থেকে ২২০০ টাকা।

 

ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, ‘ইলিশের ঝাঁক আছে সমুদ্রে। আবহাওয়া অনুকূল থাকায় জেলেরা সহজে ইলিশের ঝাঁক পেয়ে যাচ্ছে। এমন অনুকূল ওয়েদার থাকলে আরও প্রচুর ইলিশ ধরা পড়বে।’

 

  1. নামখানার মৎস্যজীবী নরেন দাস বলেন, ‘ভালো পরিবেশ থাকার জন্য বর্ষার মুখে গভীর সমুদ্রে থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ডিম ছাড়তে মোহনার কাছে আসছে। ফলে, ইলিশ জালে তোলা অনেক সহজ হয়ে যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here