হুগলির পঞ্চানন তলার ঈশ্বর গুপ্ত সেতুর নিচে গঙ্গায় শনিবার একটি কুমিরকে ভেসে বেড়াতে দেখে স্থানীয় লোকজন । এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রোববার ভোর থেকে বনদপ্তর ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা মানুষকে সতর্ক করতে মাইকিং ও কুমিরের খোঁজে তল্লাশি অভিযানে নামে।

ভিডিও থেকে নেওয়া ছবি সংগৃহীত

বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানান, ‘মহাকুমাশাসককে জানালে তিনি বনদপ্তর ও বিপর্যয় মোকাবিলা দলকে নির্দেশ দেন । তাঁরাও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। মগরা ও চুঁচুড়া থানার সঙ্গে কথা বলা হয়েছে। গঙ্গার ঘাটে ঘাটে পুলিশ টহল দিচ্ছে। মানুষকে সতর্ক করে মাইকিং চলছে। বিপর্যয় মোকাবিলা দল স্পিডবোটে কুমিরের খোঁজে তল্লাশি চালাচ্ছে।’

ইশ্বরগপ্ত সেতুর নিচে গঙ্গায় কুমির

বাঁশবেড়িয়া পুরসভা ও চন্দননগর পুরসভার বহু স্থানীয় মানুষ যাঁরা স্নান ও নিত্য প্রয়োজনীয় জলের কাজে গঙ্গার ঘাটে ব্যবহার করেন। তাছাড়া যাঁরা গঙ্গায় মাছ ধরতে যান সেইসব মৎস্যজীবীদের কুমির বিষয়ে সতর্ক করে গঙ্গায় নামতে নিষেধ করা হচ্ছে। কেউ কিছু দেখলেই, বন দপ্তরকে জানাতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here