ঈদ উপলক্ষে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার ঘোষণা করায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দু’দেশের ব্যবসায়ীরা।

 

ঈদ উপলক্ষে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ৫ জুন বৃহস্পতিবার থেকে ১৪ জুন পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে বলে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছে বলে, বন্দর সূত্রে জানা গেছে।

 

পেট্রাপোল স্থলবন্দরের শুল্ক দপ্তরের ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ‘প্রতিবছর ঈদ উপলক্ষে বাংলাদেশে ৪ দিন জাতীয় ছুটি থাকে। এবারই প্রথম সেটা বাড়িয়ে ১০ দিন করা হয়েছে।’

 

পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার দিব্যেন্দু দাস বলেন, ‘বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে টানা ১০ দিন ছুটি থাকবে বলেই লিখিতভাবে জানিয়েছে । ফলে, আগামী ১০ দিন দু’দেশের পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যের কাজ বন্ধ থাকছে।’

 

প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে প্রায় ৭০০ – ৮০০ ট্রাক  দু’দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানির কাজে যুক্ত থাকে। বেনাপোল বন্দরে টানা ১০ দিন ছুটি ঘোষণার ফলে ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here