রোববার ১৫ জুন পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাতেই সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগের ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জেলাগুলোতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর ।
রোববার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আকাশ মেঘলা থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ থাকতে পারে।
উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে, আবহাওয়া দপ্তর। মালদা, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আগামী কয়েক দিন উত্তরবঙ্গে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বেড়ে গিয়ে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ে ধস নেমে বিপত্তি ঘটাতে পারে। প্রবল বর্ষণে দৃশ্যমানতা কমে যেতে পারে।
পর্যটক ও সাধারণ যাত্রীদের সড়কপথে চলাচলের সময়- বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।