তীব্র গরম সঙ্গে আর্দ্রতা জনিত গলদঘর্ম। দক্ষিণবঙ্গের অবস্থা কাহিল । মানুষের একটাই চাহিদা এই পরিস্থিতি থেকে কবে মিলবে মুক্তি। বর্ষা না এলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার,১৩ জুন, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে । ফলে প্যাচপ্যাচে গরম থেকে সাময়িক মুক্তি মেলার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে, এবার গতি ফিরে পেতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। শুরু হতে পারে কাঙ্ক্ষিত বর্ষা।
আজ শুক্রবার, কলকাতা সহ হাওড়া হুগলি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । আকাশ অংশ তো মেঘলা থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ থাকতে পারে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে প্রবেশ করেও থমকে ছিল বর্ষা। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।