চিকিৎসকরা প্রায়ই বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে তা পুরোপুরি নির্মূল করা যায়। সেই কাজটি করার জন্য দেশে এই প্রথম এলো এআই পরিচালিত ক্যান্সার স্ক্যানার । যন্ত্রটির নাম ‘ওমনি লেজেন্ড’ । গুরুগ্রামের একটি হাসপাতালে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই ‘পেট- সিটি স্ক্যানার’টি বসানো হয়েছে।
এই যন্ত্র সহজে ক্যান্সারের কোষ চিনতে পারবে । কোষের বিভাজন শুরু হয়েছে কিনা ধরতে পারবে । শরীরে ১.৪ মিলিমিটারেরও ছোট কোন টিউমার থাকলে, তা চিহ্নিত করতে পারবে এবং পরবর্তীকালে সেই টিউমার ক্যান্সারে পরিণত হবে কিনা, তাও বলে দিতে পারবে।
অ্যাডভান্সড ডিজিটাল ডিটেক্টর প্রযুক্তিতে কাজ করবে এই যন্ত্র। এআই পরিচালিত ‘ওমনি লেজেন্ড’ যন্ত্রটি তৈরি করেছে জিইহেলথকেয়ার নামে একটি বেসরকারি সংস্থা।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্য বলছে, ভারতে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়ে অনেক দেরিতে । কেবলমাত্র শনাক্তকরণ দেরিতে হওয়ার জন্য চিকিৎসকের আর কিছু করার থাকে না, রোগীর মৃত্যু হয়। শুধুমাত্র শনাক্তকরণের দেরির জন্য ক্যান্সার রোগীর মৃত্যুর সংখ্যা, দেশে ক্রমশ বাড়ছে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এআই পরিচালিত ক্যান্সার স্ক্যানার যন্ত্রটি ক্যান্সার শনাক্তকরণের সেই অসুবিধা দূর করতে পারবে। যন্ত্রটি ঠিকমতো কাজ করলে, দেশের অন্যান্য হাসপাতালেও বসানো হবে।