এক পৃথিবী এক স্বাস্থ্য, ভাবনায় ২১ জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস।

শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বর্ণাঢ্য যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেন। সেখানে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে একাদশ আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘যোগ গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে ।যোগ সব বয়সের, সীমানা নির্বিশেষে, সকলের জন্য।’

 

২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রসঙ্ঘে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখেন। রাষ্ট্রসঙ্ঘের ১৭৫টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করলে ২১ জুন যোগ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্রসঙ্ঘ । ২০১৫ সালে ২১ জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।

 

এদিনের উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ব্যক্তিগত সুস্থতার সঙ্গে গোটা বিশ্বের সুস্থতার গভীর যোগ রয়েছে । এই মুহূর্তে সারা বিশ্বের বিভিন্ন স্থানে অশান্তির ছায়া। হিংস্রতাকে সরিয়ে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারে যোগ । তাই এবারের একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের বিষয়, এক পৃথিবী এক স্বাস্থ্য।’

 

আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘২০২৫ সালের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে ১০০ দিন ধরে ১০টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যোগ সমাবেশ থেকে যোগ বন্ধন, অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে যোগকে ব্যাপকভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেয়া যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here