যোগ ব্যায়ামকে জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবস আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। ২১ জুন অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস বর্ণাঢ্য উদযাপন হবে।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী প্রতাফ রাও যাদব সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ভারতের প্রথাগত জ্ঞান আন্তর্জাতিক স্বাস্থ্য আন্দোলনে যোগ দিবস উদযাপনের মধ্য দিয়ে জায়গা করে নিয়েছে । যোগ দিবসের প্রতিটি পর্ব বিভিন্ন সংস্কৃতির ভাষাভাষী মানুষকে সুস্বাস্থ্য, ঐক্য ও শান্তির লক্ষ্যে যুক্ত করেছে।’
একাদশ আন্তর্জাতিক যোগ দিবস এক মাইল ফলক অতিক্রম করেছে বলে উল্লেখ করে, আয়ুষ প্রতিমন্ত্রী বলেন, ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ,’ এই ভাবধারা ভারতের পৌরহিত্যে জি-২০ সম্মেলনে বৈশ্বিক সুস্বাস্থ্যের বিষয়কে এক সূত্রে যুক্ত করেছে । বিশাখাপত্তনামে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে ৫ লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করবেন ।
পৃথিবীর ৬০ টি দেশে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়ুষ প্রতিমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, ‘২০২৫ সালের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে ১০০ দিন ধরে ১০টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যোগ সমাবেশ থেকে যোগ বন্ধন, অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে যোগকে ব্যাপকভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেয়া যাবে।’