সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। এই অভিযোগে, এসএসসি-র বিজ্ঞপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে । আগামী ৫ জুন, বৃহস্পতিবার বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ৩০ মে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু তা সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে হয়নি। সেজন্য বিজ্ঞপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন, চাকরিহারা আন্দোলনকারীরা।
মঙ্গলবার, আন্দোলনকারীরা হাইকোর্টে আবেদন জানালে, হাইকোর্টের বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন । মামলাকারীদের দাবি, ৪৪ হাজার নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে, তা বৈধ নয় । বয়সের ছাড় থেকে, অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া, ওই সালের রুল অনুযায়ী করতে হবে । এবং তা ২০১৬ সালের প্রার্থীদের মধ্যে করার নির্দেশ রয়েছে। ৩০ মে স্কুল সার্ভিস কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে তা মানা হয়নি । বয়সের ছাড়, অভিজ্ঞতার নম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়নি । এই সমস্ত অনিয়মকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে।’
এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কী রায় দেন সেটাই এখন দেখার।