এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় এখনই কোন হস্তক্ষেপ নয়, তবে বেনিয়ম দেখলেই হস্তক্ষেপ করা হবে বলে জানিয়ে দিল, কলকাতা হাইকোর্ট।
এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল, চাকরিহারাদের তরফে। সোমবার, সেই মামলার শুনানিতে নিয়োগ প্রক্রিয়ায় এখনই কোন হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি।
বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ‘এখনই এই বিষয়ে হাইকোর্ট কোন হস্তক্ষেপ করবে না। যদি কোন সমস্যা বা বেনিয়ম দেখা দেয়, তখন তাঁরা তাতে হস্তক্ষেপ করবেন।’
মামলাকারীদের পক্ষের আইনজীবী জানান, করেন সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসির ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল। এবং শীর্ষ আদালতের নির্দেশেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। কিন্তু স্কুল সার্ভিস কমিশন ৩০ মে নতুন শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে তা সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে হয়নি।
মামলাকারীদের পক্ষের আইনজীবীর দাবি, ৪৪ হাজার নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে, তা বৈধ নয় । বয়সের ছাড় থেকে, অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।