যোগ্য ও যোগ্যদের তালিকা প্রকাশ ও শিক্ষকদের মতো তাঁদেরও স্কুলে ফেরানোর দাবিতে, বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো গ্রুপ ডি ও গ্রুপ সি শিক্ষাকর্মীরা।
বৃহস্পতিবার তাঁরা সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশভবন পর্যন্ত যান। সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
চাকরিহারা আন্দোলনকারীরা বলেন, ‘শিক্ষকরা স্কুলে যাচ্ছেন, বেতন পাচ্ছেন । আমরা যেতে পারছি না । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ভাতাও পাচ্ছিনা। এভাবে আর কতদিন চলতে পারে ? আদালতের নির্দেশ মেনে, আমরা পরীক্ষায় বসতে চাই । কিন্তু রাজ্য সরকারকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।’

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এতে চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তবে পঠন পাঠনের প্রশ্নে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে যাঁরা আনটেন্টেড কেবলমাত্র তাঁদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমোদন দিয়েছেন শীর্ষ আদালত ।
কিন্তু শিক্ষাকর্মীদের বিষয়ে কিছু বলা হয়নি।