জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বীরভূম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ। ধৃতদের কাছ থেকে কয়েকটি ধর্মীয় বই, ল্যাপটপ, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ।
ধৃতদের একজন শাহ ইমাম শেখ। পেশায় দর্জি । তাঁকে বীরভূমের পাইকর থানার রুদ্রনগর থেকে আটক করা হয়। অন্যজন আজমল শেখ, বীরভূম জেলার নলহাটি থানার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ।
কী কারণে এঁদের দের আটক করা হয়েছে, এসটিএফ আধিকারিকরা তা প্রকাশ না করলেও সূত্রের খবর, এই দুই ব্যক্তি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বা জেএমবির সক্রিয় সদস্য। তাঁরা স্থানীয় মুসলিম যুবকদের জঙ্গি সংগঠনে যুক্ত করার কাজে নিযুক্ত ছিলেন বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতে এই দুই ব্যক্তিকে আটক করে, শুক্রবার বীরভূমের রামপুরহাট মহাকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় এসটিএফ।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে, এদিনই রাতে দমদম সংলগ্ন এলাকায় হানা দিয়ে বেআইনি তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে আটক করে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ।