অপারেশন সিঁদুরের সাফল্যকে মোদির সাফল্য বলে বিজেপির প্রচারকে ‘ওয়ান নেশন, ওয়ান হাজবেন্ড প্রকল্প’ বলে কটাক্ষ করলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির নেতা, ভগবন্ত মান।
বিজেপির সিঁন্দুর কর্মসূচি প্রসঙ্গে মঙ্গলবার, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘অপারেশন সিঁদুরের নামে ভোট চাইছে বিজেপি। ওরা সিঁদুর নিয়ে রসিকতা করছে। এখন কী মোদির নামে সিঁদুর পরবেন ? এটা কি ওয়ান নেশন, ওয়ান হাজবেন্ড প্রকল্প ?’

দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাঞ্জাবের লুধিয়ানা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট আগামী ১৯ জুন । তার আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মন্তব্যে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মানের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি।
পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু পরবর্তী অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস এবং ১০০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্যকে মোদির সাফল্য বলে তুলে ধরে অপারেশন সিঁদুরের দেশব্যাপী প্রচার চালাচ্ছে বিজেপি । বাড়িতে বাড়িতে তারা সিঁদুর পাঠানোর কর্মসূচিও নিয়েছে। যদিও বিজেপির বাড়িতে বাড়িতে সিঁদুর পাঠানোর কর্মসূচির প্রতিবেদন টিকে ভুয়ো বলে জানিয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো।
সিঁদুরের সাফল্য তুলে ধরতে দেশজুড়ে প্রচার চালাচ্ছে বিজেপির সাধারণ কর্মী থেকে ছোট বড়ো সব নেতাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত সিঁদুর নিয়ে আবেগতাড়িত হয়ে জনসভায় বলেন, ‘আমার শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে।’
পশ্চিমবঙ্গ সফরে এসেও অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীর সাফল্যকে নিজের সাফল্য বলে প্রচার করে গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের অভিযোগ, অপারেশন সিঁন্দুর নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি।