বর্ষার দেখা নেই। কখনো আকাশ মেঘলা। কখনো চড়া রোদ্দুর। ভ্যাপসা গরম পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলোর। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও মৌসুমী বায়ুর কারণে থমকে রয়েছে বর্ষা। ফলে সেখানেও আবহাওয়া অনুকুল নয়।
তবে বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে হলুদ সর্তকতা জারি করেছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং আলিপুর দুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে । একটি দক্ষিণ পর্ব এবং অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে । আগামীকাল বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত দুটি শক্তি বাড়াতে পারে এবং ১৫-১৬ জুনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । এর ফলে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।