Oplus_0

বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট এঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠান করতে গিয়ে এক ভক্তের রূঢ় আচরণকে পহেলগাঁও হামলার সঙ্গে তুলনা করে, কন্নড়ভাষীদের ক্ষোভের মুখে পড়লেন, সংগীত শিল্পী সোনু নিগম। সোনুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে একটি কন্নড় সংগঠন।

 

২৬ এপ্রিল সোনুর কনসার্ট চলাকালীন এক ব্যক্তি কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য সোনুর সঙ্গে অভদ্র আচরণ করতে থাকেন। এতে মেজাজ হারিয়ে সোনু নিগম বলেন, ‘এমন অসহিষ্ণু মনোভাবের জন্য পহেলগাঁওয়ে হামলা হয়েছে।’

 

সোনুর বক্তব্য সমাজ মাধ্যমের ভাইরাল হয়ে যায়। উস্কানিমূলক বক্তব্যের জন্য সোনু নিগমের বিরুদ্ধে কর্ণাটক রক্ষণাবেদিকে নামে একটি সংস্থা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

 

ওই সংগঠনের দাবি, ‘কন্নড় গানের অনুরোধের সঙ্গে পহেলগাঁও হামলা জুড়ে দিয়ে, উনি ভাষা সন্ত্রাসে উস্কানি দিয়েছেন । এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে।’

 

এ প্রসঙ্গে সোনু নিগমের সাফাই, ‘ওই ছাত্রের জন্মের আগে থেকে আমি কন্নড় ভাষায় গান করছি। ক্যারিয়ারে নানা ভাষায় গান করেছি । তার মধ্যে কন্নড়ও আছে। আমি যখন এখানে আসি অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আপনারা আমার পরিজনের মতো কিন্তু ওই ছাত্রটির ব্যবহার আমার ভালো লাগেনি। কার সামনে দাঁড়িয়ে অভদ্র আচরণ করছে, সেটা দেখা উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here