ভারতীয় সেনা অফিসার কর্ণেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য মধ্যপ্রদেশ সরকারকে রাজ্যের মন্ত্রী বিজয় কুনওয়ার শাহের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরণ ও বিচারপতি অনুরাধা শুক্লার ডিভিশন বেঞ্চ ৪ ঘন্টার মধ্যে এফআইআর নথিভুক্ত করার জন্য রাজ্য সরকারকে সময় বেধে দেয়।

 

সোমবার রায়কুন্ডা গ্রামের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয় শাহ বলেন, ‘ যারা আমাদের বোনদের সিঁন্দুর মুছে দিয়েছে, মোদিজী তাঁদেরই বোনকে পাঠিয়ে তাদের শায়েস্তা করেছেন।’

 

কর্ণেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা বিজয় শাহের পদত্যাগ দাবি করে।

 

এরপর বিজেপি নেতৃত্বের চাপে পড়ে বিজয় কুনওয়ার শাহ বলেন, ‘বোন সোফিয়া জাতি ধর্মের উর্দ্ধে উঠে ভারতের গৌরব বাড়িয়েছেন। তিনি আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানিত। ভারতের প্রতি তাঁর কর্তব্যের জন্য তাঁকে স্যালুট জানাই। আমি স্বপ্নেও তাঁকে অপমান করার কথা ভাবতে পারি না। তবুও আমার কথা তাঁকে আঘাত করে থাকলে, আমি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here