ভারতীয় সেনা আধিকারিক কর্ণেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মধ্যপ্রদেশ সরকারের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে তিরস্কার করলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই।
সোমবার একটি প্রকাশ্য সভায় কর্নেল কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কটাক্ষ করেছিলেন, বিজেপির মন্ত্রী বিজয় শাহ । এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে মধ্যপ্রদেশ সরকারকে বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।
গ্রেফতারি এড়াতে, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজয় শাহ।
বৃহস্পতিবার, সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিজয় শাহকে তিরস্কার করে বলেন, ‘সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির অত্যন্ত দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন । তিনি তা না করে, কী ধরণের মন্তব্য করছেন ? একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরণের আচরণ আশা করা যায় ?’
বিজয় শাহের আইনজীবীর বক্তব্য, তার মক্কেলের মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এর জবাবে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘মন্ত্রীর সব মন্তব্য শোনা হয়ে গিয়েছে । দেশ যখন একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তিনি এ ধরণের মন্তব্য করছেন।’
কর্নেল কুরেশিকে নিয়ে বিজয় শাহের মন্তব্য, ‘ যারা আমাদের বোনদের সিঁন্দুর মুছে দিয়েছে, মোদিজী তাঁদেরই বোনকে পাঠিয়ে তাদের শায়েস্তা করেছেন।’
বিজয়ের বিরুদ্ধে এফআইআর করার হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ না দিয়ে, আগামীকাল ১৬ মে, ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট।