কলকাতার আকাশে নো ফ্লাইং জোনে রহস্যময় ৭ টি ড্রোনকে ১৯ মে সোমবার বেশি রাতে উড়তে দেখা যায়। হেস্টিংস, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্বিতীয় হুগলী সেতু, জহরলাল নেহেরু রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গার আকাশে ড্রোন গুলোকে উড়তে দ্যাখে, কলকাতা হেস্টিংস থানার পুলিশ।
লালবাজারকে এ বিষয়ে সতর্ক করে হেস্টিংস থানার পুলিশ। গোয়েন্দা পুলিশের নজরদারি শুরু হতেই ড্রোনগুলো পালিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, মহেশতলা বেহালার দিক থেকে ড্রোনগুলো উড়ে আসে । গোয়েন্দা পুলিশের নজরদারি শুরু হতেই ৫ টি ড্রোন পার্ক সার্কাসের দিকে এবং ২ টি ড্রোন উত্তর কলকাতার দিকে উড়ে যায়।
পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী ভারত পাক সংঘর্ষের আবহে রহস্যময় ড্রোনগুলি কীভাবে গোয়েন্দা পুলিশের নজর এড়িয়ে, কী উদ্দেশ্যে কলকাতার আকাশে চলে এলো, তা নিয়ে লালবাজারের স্পেশাল টাস্কফোর্স, পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ভারতীয় সেনাবাহিনী তদন্তে নেমেছে।