কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের মনোজিৎ মডেলে রাজ্যের কলেজগুলোর ইউনিয়ন রুম থেকে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা অবৈধ কাজকর্ম পরিচালিত হয়, সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশের পরেও আশি শতাংশ খোলা রয়েছে এবং একই রকম কাজকর্ম চলছে বলে রোববার সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলেছে এসএফআই।

এসএফআই সভাপতি প্রণয় কার্য্যী এবং সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘অপরাধমুক্ত ক্যাম্পাস করতে হলে, ভয় মুক্ত ক্যাম্পাস করতে হবে। তার জন্য তৃণমূল মুক্ত ক্যাম্পাস করতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে।’

 

তাঁদের অভিযোগ, ‘তৃণমূলের মদতে ক্যাম্পাসে ক্যাম্পাসে অপরাধচক্র চলছে । সোশ্যাল, ফেস্ট, ভর্তির সময় – কোটি কোটি টাকা তোলার চক্র চলছে। প্রতিটি ক্যাম্পাসে মনোজিৎ মডেল তৈরি করেছে তৃণমূলের মাথারা । টাকা তোলার জন্য কলেজে কলেজে চালানো হচ্ছে মনোজিৎ মডেল।’

 

তাঁদের আরও অভিযোগ, ‘ছাত্র রাজনীতিকে কলুষিত করতে এই চক্র চলছে । ছাত্র রাজনীতিকে অপরাধকরণ করা হচ্ছে।’

 

কসবা ল কলেজে গণধর্ষণকাণ্ডের মাথা মনোজিৎ মিশ্র টিএমসিপি নেতা । তার বিরুদ্ধে একাধিক খুন, ধর্ষণের অভিযোগ থাকলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি । তৃণমূলের প্রভাবশালী নেতাদের সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মনোজিতের ছবি দেখা গেছে।

 

স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটির নাম করে মনোজিৎ মডেলে অবৈধ ইউনিয়ন চালানো হচ্ছেহাইকোর্টের রায় সত্বেও আশি শতাংশ কলেজে ইউনিয়ন রুম খোলা রয়েছে।

 

এসএফআইয়ের অভিযোগ ,’কলেজ কর্তৃপক্ষ এই অবৈধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে । কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে, ছাত্রছাত্রীরা নিজেরাই ইউনিয়ন রুমে তালা মেরে দেবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here