নদিয়ার কল্যাণী ঘোষপাড়া এবং পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়সহ দেশের ১০৩ টি অমৃত ভারত রেলস্টেশন আগামী ২২ মে বৃহস্পতিবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পের অধীনে রেল স্টেশনগুলোর পুনর্গঠন ও আধুনিকীকরণের মাধ্যমে পণ্য পরিবহন ও যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পুরুলিয়ার আদ্রা ডিভিশনে জয়চন্ডী পাহাড় রেলস্টেশন যাত্রী ও পণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। স্টেশনটি পুনর্গঠন করে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে।
মধুবনী চিত্র দিয়ে গোটা রেলস্টেশন সাজানোর পাশাপাশি লিফট, বিশ্রামাগার, ডরমেটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম, পানীয় জলের বুথ, শৌচাগার, প্রতিবন্ধীদের জন্য রাম্প , গাড়ি রাখার জায়গা, সবই উন্নত করা হয়েছে। স্টেশনে প্রবেশ পথ, বুকিং কাউন্টার ঢেলে সাজানো হয়েছে ।
অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনগুলোর পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নতুন রূপে যাত্রী সাধারণের কাছে উন্নত পরিষেবা দেওয়ার পরিকল্পনা । তাছাড়া এইসব স্টেশনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে বদল গঠনের উদ্যোগ।