রক্ত পরীক্ষার জন্য আর রক্তের নমুনা সংগ্রহের প্রয়োজন হবে না ।শুধু তাই নয়, একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য যেমন বিপি, হার্টবিট, অক্সিজেনের পরিমাণ, সুগার, হিমোগ্লোবিন ইত্যাদি মোবাইল ফোনের স্ক্রিনের দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেই পেয়ে যাবেন চিকিৎসকরা।
ভারতে এই প্রথম এআই পরিচালিত যন্ত্রের সাহায্যে এই অসম্ভবকে সম্ভব করেছেন, হায়দ্রাবাদের একটি সরকারি হাসপাতাল।
অমৃত স্বাস্থ্য ভারত প্রকল্পের অধীনে এই যন্ত্র দিয়ে রক্ত পরীক্ষা করা হয়। ফটো প্লেথিসমোগ্রাফি প্রযুক্তিতে কেবলমাত্র মুখের স্ক্যান করে শরীরের খুঁটিনাটি পরীক্ষা করা সম্ভব হয়েছে।
সোমবার হায়দ্রাবাদের নিলোফার হাসপাতালের সুপার, চিকিৎসক রবি কুমার কৃত্রিম মেধা পরিচালিত এই যন্ত্রের সূচনা করেন।
চিকিৎসক রবি কুমার এদিন জানান, ‘আগামী ২ মাস ১ হাজার শিশুর শারীরিক পরীক্ষা চালানো হবে, এই কৃত্রিম মেধা পরিচালিত যন্ত্রের সাহায্যে। প্রত্যাশিত ফল পেলে তেলেঙ্গানার অন্যান্য সরকারি হাসপাতালে এই যন্ত্র বসানো হবে।’