দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় ২৫ জুন রাতে ঠিক কী হয়েছিল তা জানতে মূল অভিযুক্ত মনোজিৎ সহ চার জনকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন, কলকাতা পুলিশের গোয়েন্দারা ।
শুক্রবার সকালে কসবা কান্ডের চার অভিযুক্তকে ইউনিয়ন রুম, গার্ড রুম, বাথরুমে নিয়ে যায় । অভিযুক্তরা সেদিনের ঘটনা অভিনয় করে দেখায়। এসময় খুঁটিনাটি প্রশ্ন করে সেদিন কোথায় কোথায় কী কী ঘটেছিল, কীভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে জানার চেষ্টা করেন কলকাতার গোয়েন্দা পুলিশ।
গোটা পুনর্নির্মাণের ঘটনা ভিডিওগ্রাফি করা হয়। ঘটনাস্থলের থ্রিডি ম্যাপিং করা হয়। ল কলেজ এলাকায় র্যাফ ও পুলিশ দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়।
এর আগে কসবা ল কলেজ কান্ডের নির্যাতিতাকে নিয়েও গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।