দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের ঘটনায় শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী আবেদন জানালে, শীর্ষ আদালত মামলার অনুমতি দিয়েছেন।

জানা গেছে, সোমবার সত্যম সিং নামে এক আইনজীবী কসবা ল কলেজের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানান । সুপ্রিম কোর্ট এ বিষয়ে মামলা করার নির্দেশ দেন ওই আইনজীবীকে।

 

সাউথ কলকাতা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ তৃণমূলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর এই ঘটনার তদন্তে রাজ্য সরকার সাত সদস্যের সিট গঠন করেছে । ছাত্রীর গণধর্ষণের ঘটনায় হাইকোর্টে একাধিক মামলা হয়েছে ।

 

এবার কলকাতার কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনা সুপ্রিম কোর্টে গড়ালো, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।

 

গত বুধবার রাতে, মনোজিৎ এবং বাকি দুই তৃণমূল কর্মী মিলে কলেজের গার্ড রুমে তাঁকে গণধর্ষণ করে। এবং তা ভিডিও করা হয় বলে নির্যাতিতা ছাত্রীর অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here