কার্তিক মহারাজ মামলায় বুধবার আদালতকে রাজ্যের এডভোকেট জেনারেল জানান, তিনি অসুস্থ থাকায় আজকের শুনানিতে অংশ নিতে পারবেন না । তবে তিনি এও জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ করবে না রাজ্য।
কার্তিক মহারাজ । পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী, মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।
নির্যাতিতা ওই নারীর দাবি, ২০১৩ সালে আশ্রমের শিক্ষিকা পদে চাকরি দেওয়ার নাম করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন, তাঁকে ধর্ষণ করেন। এমনকি জোর করে গর্ভপাত করতে বাধ্য করেন সন্ন্যাসী কার্তিক মহারাজ।
ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজকে নোটিশ পাঠিয়ে ১ জুলাই মঙ্গলবার নবগ্রাম থানার পুলিশ, থানায় হাজিরা দিতে বললে, কার্তিক মহারাজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে হাইকোর্টের দ্বারস্থ হন।