নদিয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটে কংগ্রেস কাবিল উদ্দিন শেখকে তাদের প্রার্থী মনোনীত করেছে । আর কংগ্রেস প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য বামফ্রন্ট।
শুক্রবার ভারতের জাতীয় কংগ্রেসের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, ,’সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নদিয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কাবিল উদ্দিন শেখকে কংগ্রেসের প্রার্থী মনোনীত করেছেন।’
শাসকদল তৃণমূল কংগ্রেসকে কালিগঞ্জ উপনির্বাচনের ভোটে হারাতে হলে- ভোট ভাগাভাগি বন্ধ করে, কংগ্রেসের সঙ্গে হাত মেলানো ছাড়া বাম দলগুলোর সামনে অন্য কোন বিকল্প নেই । কেননা বাম দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে, কংগ্রেসের আলাদা প্রার্থী হলে লাভবান হবে তৃণমূল । সূত্রের খবর, সবদিক বিবেচনা করে ২০২৬ এ রাজ্যের বিধানসভা নির্বাচন মাথায় রেখে বাম কংগ্রেস জোটকে মজবুত করতে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট।
কংগ্রেস রাজনীতি করা পরিবারের ছেলে কাবিল উদ্দিন শেখ ১৯৮৩ সাল থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৫ সালে কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগ দেন তিনি। ২০১৬ সালে সেই চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন। ২০১৭ সালে নদিয়ার সংখ্যালঘু সেলের সভাপতি দায়িত্ব পান । ২০২০ সালে নদিয়া জেলার কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব পান কাবিল উদ্দিন শেখ।
১৯ জুন নদিয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কালিগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়।
প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে তৃণমূলের পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ গুজরাট কেরল ও পাঞ্জাবের মোট পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে । ভোট গ্রহণ ১৯ জুন। ভোট গণনা হবে ২৩ জুন এবং উপনির্বাচন প্রক্রিয়া ২৫ জুনের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উপনির্বাচনের সমস্ত ভোটকেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করতে হবে। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের একটি উপনির্বাচনকে কেন্দ্র করে ১৮ থেকে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।