চাষের জমিতে কাজে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, চিতুরি ফরেস্ট রেঞ্জের কর্মীরা , টাইগার রেসকিউ টিমের সদস্যরা এবং কুলতলী থানার পুলিশ। গোটা এলাকার ঘিরে রেখেছেন তাঁরা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে কুলতলী থানার, কুলতলী ব্লকের দেউলবাড়ী গ্রামের বাসিন্দারা বাঘের হেঁটে যাওয়ার টাটকা ছবি দেখে চমকে ওঠেন। গ্রামে বাঘ ঢুকেছে বলে আশঙ্কা প্রকাশ করে, দ্রুত কুলতলী থানায় খবর পাঠান।

বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীরা অনুমান করেন, বাঘটি কোথাও ঝোপের মধ্যে লুকিয়ে আছে। সম্ভবত নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে ।
দক্ষিণ ২৪ পরগনার বনদপ্তরের বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী জানান, ‘এদিন সকালে কুলতলীর দেউলবাড়ী গ্রামের এক ব্যক্তি চাষের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর পেয়ে আমরা আসি। অনেক সময় ওরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে । আবার নদী সাঁতরে চলে যায়। বাঘের পায়ের ছাপ অনুসরণ করে জানার চেষ্টা চলছে, বাঘ কোন দিকে গেছে।’
এদিকে গ্রামে বাঘ ঢুকেছে খবর পেয়ে, মানুষ ভিড় জমাতে শুরু করেন । পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে । বিপদ এড়াতে মাইকে মানুষকে সতর্ক করে প্রচার চালানো হচ্ছে।