রোববার সকালে উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশি যাওয়ার পথে গৌরীকুন্ডের কাছে একটি যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়লে, চালকসহ ৭ জনের মৃত্যু হয়।

উত্তরাখণ্ডের হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে অসামরিক বিমান পরিবহন উন্নয়ন কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে ,’রোববার ভোর ৫ টা বেজে ২০ মিনিটে কেদারধাম থেকে গুপ্তকাশি যাওয়ার পথে গৌরী কুন্ডের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। হেলিকপ্টারে ১ শিশুসহ ৫ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন । তাঁরা সবাই উত্তরখন্ড, উত্তর প্রদেশ গুজরাট মহারাষ্ট্রের বাসিন্দা।

 

এই ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সকালে উচ্চপর্যয়ের জরুরি বৈঠকে বসেন । সেখানে খারাপ আবহাওয়াকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয় এবং আগামী দু’দিন চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

চারধাম যাত্রায় বেশিরভাগ দর্শনার্থী হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করেন। পরিস্থিতি অনুকূল হলে আবার পরিষেবা চালু করার জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছে, অসামরিক বিমান পরিবহন উন্নয়ন কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here