‘ক্যামেরার সামনে আপনার রক্ত ফোটে কেন ?’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সোজাসাপটা প্রশ্ন এক্স হ্যান্ডেলের পোস্টে।

 

বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরের একটি সভায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেন, ‘আমার শরীরের রক্ত নয়, গরম সিঁদুরের স্রোত বইছে । ২২ তারিখের বদলা নেয়া হয়েছে, ২২ মিনিটে।’

 

মোদির বক্তব্যকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, ‘ ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ করুন মোদিজী, সন্ত্রাসবাদ ইস্যুতে আপনি, পাকিস্তানের আশ্বাসকে বিশ্বাস করেছেন কেন বলুন ? ডোনাল্ড ট্রাম্পের সামনে মাথা ঝুঁকিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিলেন কেন ? ক্যামেরা দেখলেই বা আপনার রক্ত ফুটতে থাকে কেন ?’

 

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বিষয়ে দেশের নিরাপত্তা ও কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ও দাবি তুলেছেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য নেতারা।

 

দু’ বারের সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অনুপস্থিতি, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের মধ্যস্থতা প্রসঙ্গ, সংসদে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি তুললেও কেন্দ্রের তরফে উদ্যোগ না নেওয়া ইত্যাদি বিষয় নিয়ে সরব হয়েছেন রাহুল।

 

‘শরীরে রক্ত নয়, গরম সিঁদুরের স্রোত বইছে।’ মোদির বৃহস্পতিবারের এই বক্তব্যের পর  এক্স হ্যান্ডেলের পোস্টে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুল গান্ধী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here