রাজ্যের শাসক দল তৃণমূলের বেআইনি কাজের প্রতিবাদ করায় গায়ে রং ঢেলে দিয়ে, জামা কাপড় ছিড়ে দিয়ে এক প্রবীণ মানুষকে জুতোপেটা করা হচ্ছে, স্থানীয় নেত্রী বেবী কোলের নেতৃত্বে তৃণমূলের নারী বাহিনী এই গুন্ডামি করেছে… একজন বয়স্ক মানুষকে মারধর করার তৃণমূলের তিন নারীর সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, পশ্চিম মেদিনীপুরে খড়্গপুরের অনিল দাস নামে এক ব্যক্তি, প্রতিবেশীর বাড়ি দখলকে কেন্দ্র করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অনিল দাসের ওপর হামলা করা হয়। খড়গপুর শহরে খরিদা এলাকায় তাঁর ওপর আক্রমণ করে বেধড়ক মাধ্যম করা হয় বলে অভিযোগ ।
যদিও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবী কোলে সাংবাদিকদের এড়িয়ে গেছেন। স্থানীয় মানুষ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।