অন্যান্য দিনের মতো শুক্রবার বিকালে রান্নার জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে জলদা পাড়ার জঙ্গলে গিয়ে হঠাৎ ৪ গন্ডারের সঙ্গিনী দখলের মাঝে পড়ে যান, ফালা কাটার ফুল বালা বর্মন এবং দীন বালা বর্মন। এতে ক্ষিপ্ত গন্ডার গুলো তখন ওই দুই মহিলাকে আক্রমণ করে।

গুরুতর আহত পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের ফুলবালা ও দীনবালাকে স্থানীয় বনবস্তিরা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ফুলবালা বর্মনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

 

দীনবালার কোমরের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চিকিৎসার জন্য কোচবিহারে পাঠানো হয়েছে।

 

জলদা পাড়ার ডিএফও জানিয়েছেন, ‘বিষয়টি আমরা শুনেছি । তবে কোন প্রাণীর আক্রমণে মৃত্যু কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

সচেতন নাগরিকদের প্রশ্ন, জলদা পাড়া পশ্চিম রেঞ্জের ময়রা ডাঙ্গা বিটের জঙ্গল সংরক্ষিত বনাঞ্চল। সেখানে প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে কি করে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here