পশ্চিমবঙ্গের গরুমারা অভয়ারণ্য ও জলদা পাড়া জাতীয় উদ্যানে চোরা শিকারিদের হাত থেকে এক শৃঙ্গ গন্ডার রক্ষা করতে সতর্কতা জারি করেছে বনদপ্তর।
সম্প্রতি অসমের কাজিরাঙায় চোরাশিকারিরা ব্যর্থ হয়ে গরু মারার দিকে নজর দিয়েছে বলে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গরুমারা ও জলদা পাড়ার এক শৃঙ্গ গন্ডার সুরক্ষায় তৎপরতা বাড়ানো হয়েছে।
গরু মারার ডিএফও দ্বিজ প্রতীম সেন জানান, ‘বনকর্মী, পুলিশ, কুনকি হাতি এবং প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডোকে সঙ্গে নিয়ে ২৪ ঘন্টা তল্লাশি অভিযান চালানো হচ্ছে’
কোচবিহার, আলিপুর দুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ বনাঞ্চলে জনজাতি গোষ্ঠী বসবাস করেন। তাঁদের প্রলোভন দেখায় চোরা শিকারীরা। স্থানীয়দের সঙ্গে সমন্বয়েও জোর দেয়া হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই বন দপ্তরকে জানাতে বলা হয়েছে।
এক শৃঙ্গ গন্ডার, হাতি বাইসন দেখতে সারাবছর দেশে-বিদেশের পর্যটকরা গরুমারা অভয়ারণ্য ও জলদা পাড়ার জাতীয় উদ্যানে ভিড় জমান। কাজি রাঙ্গার মতো সংখ্যায় না হলেও এখানে গন্ডারের দেখা মেলে। চোরা শিকারিদের হাত থেকে গন্ডার বাঁচাতে জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছেন বন কর্মীরা।
এডিএফও রাজিব দে জানান, ‘গভীর জঙ্গলে কুনকি হাতির সাহায্যে পৌঁছানো হচ্ছে। কেউ সন্দেহজনক আচরণ করলে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’
গরু মারার জিরো বাঁধ ও রাম সাইয়ের চর অঞ্চলে বিশেষভাবে নজর রাখা হয়েছে।