গোয়ার শিরগাঁও লাইরাই দেবী মন্দিরে ‘অগ্নিদিব্য’ অনুষ্ঠানকে কেন্দ্র করে পদপিষ্ঠ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে । আহত ৫০ জনের বেশি। এদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর । আহতদের গোয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তর গোয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঘটনাস্থল পরিদর্শনে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ লাইরাই মন্দিরে পদপিষ্ট হওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকাহত। হাসপাতালে গিয়ে আমি আহতদের দেখে এসেছি । সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছি।’
প্রতিবছরের মতো রীতি মেনে এ বছরও ‘অগ্নি দিব্য’ অনুষ্ঠানে শুক্রবার রাতে লাইরাই মন্দিরে কাঠের আগুন জালানো হয়। সাধারণ মানুষের বিশ্বাস, আগুনের সামনে বসে কেউ কিছু দেবীর কাছে কামনা করলে, তা পুরণ হবে। সেই বিশ্বাসে হাজার হাজার মানুষ মন্দিরে আসেন । মানুষের ভিড় একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন । দ্রুত সবাই মন্দিরের ভেতর থেকে বাইরে বেরোতে গিয়ে, পদপিষ্ঠের ঘটনা ঘটেছে বলে মনে করছে প্রশাসন।
প্রশাসনের দাবি, এই ‘অগ্নিদিব্য’ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে এক হাজার পুলিশ কর্মী ও তিনশো ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছিল। ড্রোন দিয়ে মন্দির চত্বরে নজরদারিও চালানো হয়। তারপরও এত বড় দুর্ঘটনা কেন ঘটল খতিয়ে দেখছে প্রশাসন।