চট্টগ্রাম আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ভার্চুয়াল শুনানিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই নির্দেশ দেন। এদিনের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।
অন্যদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৩০ এপ্রিল চিন্ময় দাসকে দেওয়া জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের করা মামলাটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে শুনানির অপেক্ষায় আছে।
গতবছর ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। সাইফুল খুনের ঘটনায় তার বাবা জামালউদ্দিন ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন ।
এই ঘটনায় আরও ৫টি মামলা হয় । মোট ৫১ জনকে গ্রেফতার করা হয় । এদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে সাইফুল খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।