শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারাদের চাকরি ফিরে পাওয়ার আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

 

শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিকাশভবনে আন্দোলন করে কোর্টের রায় বদলাবে না। সুপ্রিম কোর্টের রায়, শুধু সুপ্রিম কোর্টই বদলাতে পারে। এটা তো নাটক হচ্ছে।’

 

ফিরহাদ হাকিমকে পাল্টা দিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘যে সরকারের লক্ষ্য শুধু দুর্নীতি করা, তাঁরা তো দুর্নীতি বিরোধী আন্দোলনকে নাটক বলবেনই। এটা ঠিক যে, আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না।’

 

বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন, ‘ কিন্তু আন্দোলন তো হচ্ছে রাজ্য সরকার যাতে স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য শিক্ষকদের তালিকা ও সমস্ত ওএমআর শিট প্রকাশের জন্য সুপারিশ করে, সেজন্য। সরকার উপযুক্ত নথি আদালতে পেশ করলেই রায় বদলাবে। কিন্তু সরকারের যোগ্য, অযোগ্যের তালিকা পেশ করার সাহস নেই। তাহলে যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁরা পাড়ায় পাড়ায় তৃণমূল নেতাদের পিঠের চামড়া ছাড়িয়ে নেবে।’

 

চাকরিহারা এক আন্দোলনকারী শিক্ষক বলেন, ‘তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এই বক্তব্য খুবই হতাশাজনক। ওঁদের সরকারের দুর্নীতির কারণে আজ আমরা পথে বসেছি। সরকারের উচিত যোগ্যদের চাকরি বাঁচাতে উদ্যোগী হওয়া। তা না করে উনি এসব বলছেন। ওনার মুখে এসব মানায় না।’

 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। চাকরি ফেরতের দাবিতে, চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিকাশভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার তুলকালাম কান্ড ঘটে। পুলিশের লাঠিতে চাকরিহারা আন্দোলনকারী অনেকের মাথা ফাটে, অনেকের পা ভাঙে, ক্ষতিগ্রস্ত হয় অনেকের চোখ, গুরুতর আহত হন অনেকেই। পুলিশের দাবি, চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি তাঁরা সংবেদনশীল হয়ে সংযত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here