‘তুমি লেনদেন করো গুগলের সঙ্গে , আমি করি ভগবানের সঙ্গে।’ জীবনের চাপ, আধ্যাত্মিকতা এবং ডিজিটাল সংকট নিয়ে বলতে উঠে গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে তাঁদের বিপরীত জীবনের চাপ নিয়ে একটি সাক্ষাৎ প্রসঙ্গ তুলে ধরেন ইসকনের সন্ন্যাসী গৌরাঙ্গ দাস।
লন্ডনে অনুষ্ঠিত ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ২০২৫ এ ইসকনের বম্বে আইআইটি স্নাতক, সন্ন্যাসী গৌরাঙ্গ দাস গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাতের একটি সুন্দর মুহূর্ত শেয়ার করেন । সেখানে তিনি, দুই বিপরীত জীবনের মানসিক চাপের মাত্রা প্রসঙ্গ তুলে ধরেন বলে, দি ইকনমিক টাইমস অনলাইনে প্রকাশিত ২৫ জুন প্রতিবেদনে লেখা হয়েছে।
সুন্দর পিচাই এবং গৌরাঙ্গ দাস আইআইটি একই ব্যাচমেট হলেও ভিন্ন শাখার জন্য কলেজে তাঁদের কখনো সাক্ষাৎ হয়নি। বহু বছর পরে একবার সাক্ষাৎকালে সুন্দর গৌরাঙ্গ-র তারুণ্য ও চেহারার প্রশংসা করে বলেন, ‘সন্ন্যাসীকে অনেক কম বয়সি দেখাচ্ছে।’
আইআইটির স্নাতক, সন্ন্যাসী গৌরাঙ্গ দাস, চেহারার এই পার্থক্যের জন্য জীবনযাত্রাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘সুন্দর পিচাই গুগলের সঙ্গে কাজ করেন । যা চাপ তৈরি করে।’
অন্যদিকে তিনি, ঈশ্বরের সঙ্গে কাজ করেন । যিনি চাপ মুক্ত করেন।
গৌরাঙ্গ দাস বলেন, বিশ্বজুড়ে ২৩০ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় আসক্ত । তাঁর দাবি, শুধু ভারতের ৭০ শতাংশ কিশোর কিশোরী দিনের ৭ ঘন্টা অনলাইনে সময় ব্যয় করে। তিনি আরও জানান, বিশ্বের প্রতি সাতজনের একজন মানসিক রোগে ভুগছেন।